New Update
/anm-bengali/media/media_files/2025/01/22/INnf7vuqNLYFCB0I60FE.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বাড়ি থেকে দূরে পুকুর পাড়ের গাছে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চন্দ্রকোনার দরখোলা গ্রামে। চন্দ্রকোনা থানার পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম যুগল ভূঁইয়া (৬৫), বাড়ি পাশের গ্রাম দাসপুর থানার সুপা পুড়শুড়িতে। দাসপুর সংলগ্ন গ্রাম চন্দ্রকোনার দরখোলা, সেখানেই একটি পুকুর পাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় দেখা যায় যুগল ভূঁইয়াকে।
ঘটনার খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে চন্দ্রকোনা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির ছেলে নেই, দুই মেয়ে, তাদের বিয়েও হয়ে গিয়েছে। স্বামী স্ত্রীর সংসার, আর্থিক অনটন ছিলই, সাথে স্ত্রী জটিল রোগে আক্রান্ত।সবমিলিয়ে মানসিক দিক দিয়ে সুস্থ ছিলেন না মৃত যুগল ভূঁইয়া। মানসিক অবসাদ থেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা হতে পারে এমনটাই অনুমান স্থানীয়দের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us