New Update
/anm-bengali/media/media_files/S36Vucf6S7Iv2K8zUMXB.jpg)
নিজস্ব সংবাদদাতা: অশান্তির কারণে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত কালিয়াগঞ্জের (Kaliaganj) বেশ কিছু এলাকায় ১৪৪ ধারা (Sectiom 144) জারি করল প্রশাসন। চার, পাঁচ, ছয় এবং এগারো নম্বর ওয়ার্ডে ১৪৪ ধারা জারি করা হলো। গতকাল ক্ষুব্ধ জনতা পুলিশ স্টেশনে (Kaliaganj Police Station) আগুন লাগিয়ে দেওয়ার পর চরম বিশৃঙ্খলার (Chaos) সৃষ্টি হয়। পাশাপাশি চলতে থেকে ভাঙচুর। পুলিশ কর্মীরাও (Police) পাননি রেহাই। ব্যাপক মারধর করা হয় তাঁদের। এই কারণেই অশান্তিপ্রবণ এলাকাগুলিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us