বন্ধ থাকে রেলগেট! জল আনতে দেরি হওয়ার অভিযোগে বিক্ষোভ

মাসখানেক আগে কাজোড়া এরিয়ার সেন্ট্রাল কাজোলের ম্যানেজার এজেন্টকে বলা হয় কাজোড়া ভালুক তোলা বালি ব্যাঙ্কার এবং সেন্ট্রাল কাজোরা বালি ব্যাঙ্কার থেকে জলের ব্যবস্থা করার জন্য।

author-image
Pallabi Sanyal
New Update
কাজোড়া কোলিয়ারি

কাজোড়া কোলিয়ারি

হরি ঘোষ, দুর্গাপুর : জলের দাবিতে কাজোড়া এরিয়ার সেন্ট্রাল কাজোড়া কোলিয়ারি বন্ধ করে বিক্ষোভ দেখালো কাজোড়া গ্রামের বাসিন্দাদের একাংশ। গ্রীষ্মকালে প্রতি বছরই ইসিএলের তরফ থেকে ট্যাঙ্কারে করে জল দেওয়া হয়। সেই জল আনতে হয় মাধবপুর কোলিয়ারি সংলগ্ন এলাকা থেকে। কিন্তু মাধবপুর যাওয়ার আগেই পরে কাজোড়া রেলগেট। রেলগেট বন্ধ থাকার কারণে মাধবপুর থেকে জল আনতে দেরি হয়। সেই কারণে পর্যাপ্ত পরিমাণ জল পায় না বলে দাবি কাজোড়া  গ্রামের বাসিন্দাদের । এর জন্য মাসখানেক আগে কাজোড়া এরিয়ার সেন্ট্রাল কাজোলের ম্যানেজার এজেন্টকে বলা হয় কাজোড়া ভালুক তোলা বালি ব্যাঙ্কার এবং সেন্ট্রাল কাজোরা বালি ব্যাঙ্কার থেকে জলের ব্যবস্থা করার জন্য। এক মাস পেরিয়ে যাওয়ার পরও ইসিএল কর্তৃপক্ষ কোন কথায় কর্ণপাত করেনি বলে গ্রামের লোকেদের অভিযোগ। বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ সেন্ট্রাল কাজলের কোলিয়ারি বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা ঘন্টাখানেক পড় এসিএল ম্যানেজমেন্ট গ্রামবাসীদের কথা মেনে নিলে বিক্ষোভ উঠে যায়