হঠাৎ স্কুল পরিদর্শন SC ST OBC কর্পোরেশন চেয়ারপার্সনের

ছাত্রাবাস এখনও পর্যন্ত চালু হয়নি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-05-30 at 18.35.49

File Picture

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এসসি, এসটি, ওবিসি ফিনান্স কর্পোরেশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার জাম্বনী ব্লকের টুলিবর কারমি সরেন হাই স্কুল পরিদর্শন করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলার প্রজেক্ট অফিসার পার্থ দে, ফিনান্স কর্পোরেশনের ম্যানেজার, জাম্বনী ব্লকের বিডিও দেবব্রত জানা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। বিদ্যালয় পরিদর্শনকালে চেয়ারপার্সন ২০১২-১৩ সালে নির্মিত ছাত্রাবাসের বর্তমান অবস্থা নিয়ে খোঁজখবর নেন। 

জানা যায়, সরকারি অনুদানে নির্মিত এই ছাত্রাবাস এখনও পর্যন্ত চালু হয়নি। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে চেয়ারপার্সন জানান, তিনি নিজে বিভাগীয় দপ্তরে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবেন যাতে দ্রুততার সঙ্গে ছাত্রাবাসটি চালু করা যায় এবং বিদ্যালয়ের অন্যান্য জরুরি চাহিদাগুলি মেটানো যায়।

পরিদর্শনের পর চেয়ারপার্সন বিদ্যালয়ের জমিদাতা কারমি সরেনের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন ও আলাপচারিতা করেন। তাঁর কথায়, এই ধরনের উদ্যোগগুলি শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।