New Update
/anm-bengali/media/media_files/C0coTMULEabvC53Tu0hC.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: স্কুলের পড়ুয়া থেকে শিক্ষিকা সত্যি একেবারে তটস্থ সাপের আতঙ্কে। তারই জন্য কর্তৃপক্ষ হাফ-ইয়ার্লি পরীক্ষা বন্ধ করে স্কুল ছুটি দিয়ে দিতে বাধ্য হল। পূর্ব বর্ধমানের কালনার মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশনে শুক্রবার এমনই ঘটনা ঘটে। স্কুলের সিসিটিভি ফুটেজে সাপের দেখা মিললেও সর্প বিশারদদের দল সারাদিন গোটা স্কুল খুঁজেও সাপের দেখা পায়নি।
বুধবার থেকে মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশ পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেনী পর্যন্ত পড়ুয়াদের হাফ-ইয়ার্লি পরীক্ষা শুরু হয়েছে। এরই মধ্যে শুক্রবার স্কুলে সাপ ঘোরাঘুরির বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়তেই হইচই শুরু হয়ে যায়। সাপের আতঙ্কে এক দিনের পরীক্ষা ভেস্তে যায়। ছুটি দিয়ে দিতে হয় স্কুলে। খবর দেওয়া হয় সর্প বিশারদকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us