গরিবকে আরও গরিব করার মানসিকতা তৃণমূলের ! ফের বিস্ফোরক সৌমিত্র খাঁ

কি বললেন সৌমিত্র খাঁ ?

author-image
Debjit Biswas
New Update
saumitraah

নিজস্ব সংবাদদাতা : ফের একবার তৃণমূলকে কড়া আক্রমণ করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আজ আরেক বিজেপি সাংসদ খগেন মুর্মুর সাথে দেখা করতে গিয়ে তিনি বলেন,''এই আক্রমণ নিন্দনীয়। বিজেপি সাংসদ খগেন মুর্মু বন্যা কবলিত মানুষদের ত্রাণ দিতে সেখানে গিয়েছিলেন, অথচ তাঁকে আক্রমণের শিকার হতে হলো।"

g

এরপর তিনি বলেন,''টিএমসি-র মানসিকতা হল গরিবকে আরও গরিব করে দেওয়া।"