New Update
/anm-bengali/media/media_files/X7Y5FSB1yymT6MXX4z5P.jpg)
নিজস্ব সংবাদদাতা : ফের একবার তৃণমূলকে কড়া আক্রমণ করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আজ আরেক বিজেপি সাংসদ খগেন মুর্মুর সাথে দেখা করতে গিয়ে তিনি বলেন,''এই আক্রমণ নিন্দনীয়। বিজেপি সাংসদ খগেন মুর্মু বন্যা কবলিত মানুষদের ত্রাণ দিতে সেখানে গিয়েছিলেন, অথচ তাঁকে আক্রমণের শিকার হতে হলো।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/xfuwRQeo4nphb3vjLMcJ.jpg)
এরপর তিনি বলেন,''টিএমসি-র মানসিকতা হল গরিবকে আরও গরিব করে দেওয়া।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us