ট্রেকার ট্রান্সপোর্ট ওয়াকার্স ইউনিয়নের বিশ্বকর্মা পুজো

কে করলেন উদ্বোধন?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-17 at 5.46.36 PM

বনমালী ষন্নিগ্রাহী, বাঁকুড়া: বিশ্বকর্মা পুজোর আরাধনায় মেতেছে রাজ্য থেকে জেলা। বাঁকুড়ার সারেঙ্গাতেও হল বিশ্বকর্মার আরাধনা। অনান্য বছরের মতো ধুমধাম করে পুজো হল সারেঙ্গা ট্রেকার ট্রান্সপোর্ট ওয়াকার্স ইউনিয়নের। বুধবার ভিড় ছিলো চোখে পড়ার মতো। ৩৩ তম বর্ষে পা দিয়েছে এই পুজো। গতকাল সারেঙ্গা মিশন মাঠে অনুষ্ঠানিক উদ্বোধন হয় এই পুজোর। পূজো উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছরও রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।  সারেঙ্গা মিশন মাঠে বসেছে মিলন মেলা। এই মিলন মেলা চলবে আগামী ২৩ তারিখ পর্যন্ত। মঙ্গলবার সন্ধ্যায় সারেঙ্গা ট্রেকার ট্রান্সপোর্ট ওয়াকার্স ইউনিয়নের  বিশ্বকর্মা পুজো ও মিলন মেলার ফিতে কেটে ও  প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ উদ্বোধন করেছেন সারেঙ্গা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির অধ্যক্ষ স্বামী তদ্বোধানন্দজী মহারাজ। এছাড়াও  ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, বাঁকুড়া জেলা পরিষদের সদস্য সুব্রত মিশ্র, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অভিজিৎ বিশ্বাস, নয়ন দাস চক্রবর্তী, ডা:অরুণ কুমার ভট্টাচার্য্য, তারাশঙ্কর মহাপাত্র, শেখর রাউত, সুশান্ত খাটুয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ট্রেকার ইউনিয়নের সদস্যরা।

Screenshot 2025-09-17 174636