সন্দেশখালি: আরও এক গ্রেফতার করা হল- বিগ ব্রেকিং

সন্দেশখালিতে আরও এক গ্রেফতার করা হল।

author-image
Aniket
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালির উত্তেজনার কারণ হিসাবে আরও এক গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে। তিনি মিনাখাঁর বাসিন্দা। বাইরে থেকে সন্দেশখালির অশান্তির পেছনে কলকাঠি নেড়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে আইএসএফ-এর দাবি তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। উল্লেখ্য, ইতিপূর্বে বিজেপি নেতা বিকাশ সিংহ ও বাম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। 

Add 1

স্ব

স

Addd 3

l