নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ধান কাটার মেশিনের জন্য রাজ্য সড়কে চাপ চাপ কাটা মাটি জমছে যা নিয়ে ইতিমধ্যে পিংলা থানার পুলিশ মাইকিং করে কড়া নির্দেশ দিয়েছে। এবার সবং থানার পুলিশও শুরু করল মাইকিং। "ধান কাটার মেশিন রাজ্য সড়কে উঠলেই আপনারা খবর দেবেন। মেশিন পরিস্কার করে রাস্তায় তুলতে হবে। মেশিনের কাদা মাটির জন্য রাস্তায় দুর্ঘটনা বাড়ছে। নিত্য যাত্রীদের সমস্যা হচ্ছে", সবংয়ের বিভিন্ন এলাকায় মাইকিং করে এই প্রচার চলছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক থানা এলাকায় এই মাইকিং চলছে বলে সূত্রের খবর।