New Update
/anm-bengali/media/media_files/bF5CB8M8U89AapTY6Udv.jpg)
নিজস্ব প্রতিনিধি, সবং: মামিকে নিয়ে চম্পট দিলো ভাগ্না। হাস্যকর হলেও ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ২ নং নওগা গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপলাশী এলাকায়।
গত এক বছর আগে ৫ নং সারতা গ্রাম পঞ্চায়েতের বনাই এলাকায় নিজ ভাগ্নার পালিয়ে যায় মামি। ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়৷ অবশেষে এক বছর পর কন্যা সন্তান নিয়ে মামার কাছে আসতেই মামার চক্ষু চড়কগাছ। নিজের স্ত্রীকে গ্রহণ করতে চাইলেও ২৯ দিনের শিশু কন্যাকে নিতে অস্বীকার করে মামা। এক বছর আগে মামিকে নিয়ে ওড়িশার ভদ্রকে চলে গিয়ে একটি রাইস মিলে কাজ করত ভাগ্না। ইদানিং কালে তাদের একটি কন্যা সন্তান হয়। আর তার পরেই মোহভঙ্গ হয় মামির। কিন্তু মামা ওই বাচ্চাকে নিতে অস্বীকার করে। ঘটনার খবর ইতিমধ্যে থানায় পৌঁছে গেছে। আর এই খবর সবংজুড়ে ছড়িয়ে পড়তে মানুষের হাসির খোরাক হয়ে উঠেছে এই জুটি।
/anm-bengali/media/post_attachments/0861e76210aa635f08c6daba62a470d2086e6a97cfa304e9b069362aa426c63b.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us