সবংয়ে বিজয়া সম্মেলন, বিরোধীদের তোপ দাগলেন অজিত মাইতি, মানস রঞ্জন ভুঁইয়া

সবংয়ের মানুষজনকে তৃণমূলের পাশে থাকার আবেদন জানান।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-10-12 at 20.46.00

File Picture

নিজস্ব সংবাদদাতা: রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সবং কৃষক বাজারে সবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হল। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, পিংলার বিধায়ক অজিত মাইতি সহ ঘাটাল সাংগঠনিক জেলার নেতৃত্ব ও বিধায়করা।

মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া এবং বিধায়ক অজিত মাইতি বিজেপিকে তোপ দাগেন। উত্তরবঙ্গে এই বিপর্যয়ে বিজেপি কী করেছে? এক টাকাও দেয়নি৷ মমতা বন্দ্যোপাধ্যায় আবার উত্তরবঙ্গে গিয়েছেন। সেচ দপ্তরের বড় বড় ইঞ্জিনিয়াররা গিয়েছেন। কিন্তু বিজেপি কিছুই করেনি। পাশাপাশি একাধিক বিষয় নিয়ে তিনি এদিন মঞ্চে বক্তব্য রাখেন। সবংয়ের মানুষজনকে তৃণমূলের পাশে থাকার আবেদন জানান।

The Rain 4 copy (1)_page-0001