জগদ্ধাত্রী পুজো ও মিলন মেলার উদ্বোধন, হাজির অভিনেত্রী রুক্মিণী মৈত্র

তারকার হাট বসেছিল সেখানে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-29 at 4.10.30 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় সুরেরহাট মাঠে চন্দ্রকোনা জগদ্ধাত্রী পুজো ও মিলন মেলার উদ্বোধন হয়। চন্দ্রকোনা মিলন মেলা কমিটির উদ্যোগে এবছর নবম বর্ষের পুজোর আয়োজন করা হয়েছে। পুজোর উদ্বোধন করেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত,পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি, জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ জেলা ও স্থানীয় স্তরের একাধিক প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

প্রসঙ্গত, চন্দ্রকোনা মিলন মেলা কমিটির এই জগদ্ধাত্রী পুজোর মূল পৃষ্ঠপোষক চন্দ্রকোনা বিধানসভার তৃণমূল বিধায়ক অরুপ ধাড়া। বরাবরই জমকালো আলোকসজ্জায় ভরপুর থিমের পুজো করে আসছে এই কমিটি। এই বছরও বিশ্বশান্তির বার্তা দিতে মণ্ডপসজ্জা থেকে প্রতিমায় থিমের নামকরণ করা হয়েছে 'শান্তি'। চন্দ্রকোনার সুরেরহাট মাঠে এই জগদ্ধাত্রী পুজোকে ঘিরে একদিকে যেমন নানান দোকানের সম্ভার নিয়ে মেলা বসেছে, অপরদিকে পুজোর কটা দিন সন্ধ্যায় নামি-দামি শিল্পীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। তাই চন্দ্রকোনা দর্শনার্থীদের ভিড় নজর কাড়ে। উদ্বোধন চলাকালীন শেষ মুহুর্তে বাধ সাধে বৃষ্টি। তবে উদ্যোক্তারা আশাবাদী সবকিছু উপেক্ষা করে সাধারণ মানুষ ভিড় জমাবে তাদের পুজোয়। পুজো উদ্বোধনে এসে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, "আমি আমার সমস্ত জেলাবাসীকে ছট পুজো ও জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানাই। চন্দ্রকোনা সহ সমস্ত জেলাবাসী যেন পুজোর কটা দিন সপরিবারে ভালো ভাবে কাটায়। সবাই আনন্দে পুজো উপভোগ করুন। পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকছে। প্রশাসন রাস্তায় থাকবে"।

WhatsApp Image 2025-10-29 at 4.10.38 PM