আসানসোলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই

প্রায় ১১ লক্ষ টাকা ছিনতাই,তদন্তে পুলিশ।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-07-27 9.15.24 AM

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম বর্ধমানের আসানসোলের ফতেপুরে জিটি রোডের উপর  দিনেরবেলায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে  ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নিয়ামতপুরের আটা চাল ব্যবসায়ী রাকেশ জুলানিয়ার কর্মচারীদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় ১১ লক্ষ ৬ হাজার  টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে দুষ্কৃতীরা পালিয়েছে বলে জানা যায়।

আসানসোল সাউথ পিপির পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করেছে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, ব্যবসায়ীর কর্মচারীরা আসানসোল দিক থেকে চাল ও আটার কালেকশনের টাকা নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ আগ্নেয়াস্ত্র ধারী দুষ্কৃতীরা তাদের পথ আটকে টাকার ব্যাগ কেড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হইচই পড়ে যায়। এই ঘটনায় ব্যবসায়ী মহল ভয়ভীত। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।