/anm-bengali/media/media_files/2025/07/05/screenshot-2025-07-05-am-2025-07-05-10-40-08.png)
নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ গ্রাম উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে কোটি কোটি টাকা ব্যয় করে তৈরি হয়েছিল কাঁকসার জাঠগড়িয়া থেকে কাঁটাবেড়িয়া পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা। তদারকি করেছিল কাঁকসা পঞ্চায়েত সমিতি। তদারকি যে পঞ্চায়েত সমিতি করেছিল সেটা বলছেন পঞ্চায়েত সমিতির খোদ সভাপতি ভবানী ভট্টাচার্য নিজেই। আর তিন মাসের মধ্যে সেই রাস্তার কঙ্কালসার দশা। ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্যের দায় নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন চিহ্ন। লাভের টাকা গেছে পঞ্চায়েত সমিতিতে সেই জন্যই ঠিকাদার এইভাবে রাস্তা নির্মাণ করেছে, কটাক্ষে বিজেপি। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে দাবি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূলের সভাপতি নব কুমার সামন্তর। গত বছর বর্ষার সময় কাঁকসার জাঠগড়িয়ার মানুষ প্রতিবাদে নেমেছিল ওই রাস্তা সংস্কারের জন্য। দীর্ঘ টানাপড়েনের পর সেই রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ গ্রাম উন্নয়ন দপ্তর। কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছিল। তবে তিন মাস পেরিয়েছে, আর তারমধ্যেই সেই রাস্তা থেকে পিচ উঠতে শুরু করেছে। ফাটল ধরেছে রাস্তায়। পথ চলতি মানুষের অভিযোগ, বৃষ্টি পরলে তো আবার সেই পুকুরেই পরিণত হবে এই রাস্তা। কেউ কেউ বলছেন, সরকারের টাকা এই ভাবেই নয় ছয় করা হলো। ক্ষোভে ফুঁসে উঠে এক ব্যক্তি বলেন, "দেখে মনে হচ্ছে ধান চাষ হবে এবার"। শেখ সেকেন্দারের অভিযোগ, "নতুন রাস্তা হয়েছিল। কিছুদিনের মধ্যে রাস্তার হাল বেহাল। আবার দুর্ঘটনায় পড়তে হবে আমাদের। সরকারের টাকা কাজেই লাগলো না।" কটাক্ষ করে জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার করেছিল গ্রাম উন্নয়ন দপ্তর। কিছুদিনের মধ্যেই ফেটে গেল সেই রাস্তা। নিশ্চয়ই ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়েছিল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা। সেই জন্যই ঠিক মতো কাজ করতে পারেনি ঠিকাদার।" রাস্তায় ভারী গাড়ি যাতায়াতের ফলে সংস্কার হওয়ার পর এই অবস্থা হয়েছে রাস্তার, দাবি করে কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূলের সভাপতি নবকুমার সামন্ত বলেন, "সাধারণ মানুষের সমস্যা হচ্ছে ঠিকই। সেইজন্য আমরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত যাতে রাস্তাটি পুনরায় সংস্কার করা যায় সেই ব্যবস্থা করব। ভারী গাড়ি আটকানোর ব্যাবস্থা করা হবে।"