/anm-bengali/media/media_files/2025/11/23/screenshot-2025-11-23-pm-2025-11-23-13-35-16.png)
নিজস্ব প্রতিনিধি: পথশ্রী প্রকল্পে রাস্তার জন্য দেড় বছর আগেই বরাদ্দ হয়েছে অর্থ,কাজ শুরু তারিখও পড়েছে, কিন্তু কাজ শুরু হওয়ার কিছু দিনের মধ্যেই বন্ধ কাজ। ঠিক ভাবে কাজ হয়নি দাবী এলাকাবাসীর, কাজ কবে শেষ হবে তার তারিখও নেই বোর্ডে। সমস্যায় নিত্য যাত্রীরা, খতিয়ে দেখার আশ্বাস বিধায়কের। পিংলা বিধানসভার খড়্গপুর ২ নং ব্লকের বাড়গোকুল থেকে পিংলা ব্লকের দুজিপুর পর্যন্ত প্রায় কিলোমিটার রাস্তার জন্য WBSRDA থেকে ১ কোটি ৮৬ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এবং যেখানে বোর্ডে লেখা রয়েছে কাজের তারিখ ১৩.০৩.২০২৪। কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও প্রথমে কিছুটা কাজ হয়ে সেই ভাবে তারপর প্রায় এক বছর হোলো কাজ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এমনকি কাজ শেষ কবে হবে তার তারিখটাও লেখা নেই বোর্ডে। চরম সমস্যায় রয়েছে নিত্য যাত্রীরা। তাদের দাবী, টাকা বরাদ্দ হয়েছে, বোর্ড বসেছে, কিন্তু কাজ সেই ভাবে হয়নি৷ তারা চায় দ্রুত এই রাস্তা তৈরীর কাজ শুরু হোক।
/anm-bengali/media/post_attachments/0a8fb077-4be.png)
এই বিষয়ে পিংলার বিধায়ক অজিত মাইতি বলেন এই বিষয়টি নিয়ে অবশ্যই ঠিকাদারের সঙ্গে কোথা বলবো। কোথায় সমস্যা রয়েছে তা জেনে দ্রুত রাস্তার তৈরিতে উদ্যোগ নেবো। যদিও ঠিকাদার সংস্থা জানিয়েছে টাকা পায়নি বলে কাজ হয়নি। এই মাসে টাকা পাওয়ার কথা। টাকা পেলেই কাজ শুরু হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us