/anm-bengali/media/media_files/2025/11/19/whatsapp-image-2025-11-19-2025-11-19-16-11-11.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মাঝরাতে চন্দ্রকোনা রোডের ডুকি এলাকায় ১৪ নম্বর জাতীয় সড়কের ওপর ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ওপরে উল্টে গেল হাজার হাজার আকাশমনি কাঠ ভর্তি লরি। আহত অবস্থাতেই লরি ছেড়ে চম্পট দেয় চালক ও খালাসি। ঘটনা স্থলে বনদপ্তর ও পুলিশ পৌঁছে কাঠ সহ লরিটিকে আটক করে। বেআইনিভাবে কাঠ পাচার করা হচ্ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ ও বনদপ্তর।
জানা গিয়েছে, মঙ্গলবার রাত একটা নাগাদ বাঁকুড়ার দিক থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল কাঠ ভর্তি লরিটি। অত্যন্ত দ্রুত গতিতে যাওয়ার সময় চন্দ্রকোনা রোডের ডুকি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরেই উল্টে যায় লরিটি। আহত হয় লরিরচালক ও খালাসি। তবে দুর্ঘটনার পরেই চম্পট দেয় তারা। দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে যায় জাতীয় সড়ক। ইতিমধ্যেই রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা কাঠগুলো সরিয়ে রাস্তা পরিস্কার করে দিয়েছে পুলিশ ও বনদপ্তর। এই লরিটি কোথা থেকে আসছিল, আদৌ তার কোনও বৈধ কাগজপত্র ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ও বনদপ্তর আধিকারিকরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/19/screenshot-2025-11-19-143445-2025-11-19-14-35-04.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us