ব্যাগ ভর্তি টাকা ফিরিয়ে মানবিকতার পরিচিয়

প্রধানের উপস্থিতিতে মানবিকতার পরিচয় চন্দন দাসের, প্রধানের উপস্থিতিতে ফিরিয়ে দিলো ৪০ হাজার টাকা, ল্যাপটপ ও কাগজপত্র।

author-image
Aniket
New Update
748d3805-365e-4236-ac59-cce1c8836ecd



নিজস্ব সংবাদদাতা: বিশেষ কাজে মেদিনীপুর হাওড়া লোকালে কলকাতা গিয়েছিল পিংলা বিধানসভার খড়্গপুর ২ নং ব্লকের সিতি বাটিটাকি গ্রামের বাসিন্দা চন্দন দাস। শ্যামচক স্টেশনে নেমে দেখেন একটি ব্যাগ পড়ে রয়েছে। সেই ব্যাগ নিয়ে সোজা আসেন পরপয়াড়া -২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সনাতন বেরার বাড়িতে।

তারপর সেই ব্যাগের কাগজপত্র দেখে জানা যায় ওই ব্যাগটি মেদিনীপুর শহরের বাসিন্দা মাম্পি মজুমদারের। তারপর তাকে ডেকে গতকাল সমস্ত জিনিস ফিরিয়ে দেয়। সনাতন বেরা জানান, "চন্দন আমাদের এলাকার বাসিন্দা। ওর এই কাজে আমরা খুবই আপ্লুত। আজকের দিনে মানুষ এখনও মানবিক তা চন্দনকে দেখে বোঝা যায়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তাই শিখিয়েছেন"।