বিরল প্রজাতির প্যাঁচা উদ্ধার! শোরগোল এলাকায়

ডানা ছাঁটা প্যাঁচা! দাসপুরে হৈ চৈ।

author-image
Pallabi Sanyal
New Update
১১


দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর :  বিরল প্রজাতির এক প্যাঁচা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে দাসপুরের মনোহরপুর এলাকায়। ঘটনায় জানা যাচ্ছে যে দাসপুরের মনোহরপুর এলাকার এক বাসিন্দার ঘরে ডানা ছাঁটা অবস্থায় এক বিরল প্রজাতির প্যাঁচা লক্ষ্য করা যায়। সঙ্গে সঙ্গে বনদপ্তরকে খবর দেওয়া হলে বনদপ্তর ওই প্যাঁচাটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তর সূত্রে জানা যাচ্ছে, এটি আসলে লক্ষ্মী প্যাঁচা।