New Update
/anm-bengali/media/media_files/2025/05/29/C7KLVqmuZQoqVcMYJ6Xi.jpeg)
নিজস্ব প্রতিনিধি: গতকাল ১৫ বছর পূর্ণ হল জ্ঞানেশ্বরী কাণ্ডের৷ দুর্ঘটনায় নিহত হয়েছিল ১৪৮ জন যাত্রী। প্রতি বছরের মতো এই বছরও নিহত যাত্রীদের প্রতি শ্রদ্ধা জানাতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলন খড়গপুর গ্রামীনের বিধায়ক দীনেন রায় ও শ্রীকান্ত মাহা। ছিলেন চূড়ামনি মাহাত ও ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত তৃণমূল নেতৃত্ব।
বিকেল সাড়ে চারটে নাগাদ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয়। এক মিনিট নীরবতা পালন করা হয়। ফুল অর্পণ করে ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয় নিহতদের প্রতি।
/anm-bengali/media/media_files/2025/05/29/dAlHiXgC1hihMAGQC2bf.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us