পর্যাপ্ত প্রশিক্ষণ থাকা সত্ত্বেও কাজ নেই! ২৮ দিন কাজের দাবি

প্রশিক্ষণ লাভের পরেও কাজ দেওয়া হচ্ছে না। এই মর্মে এবার বিপর্যয় মোকাবিলার কাজে নিযুক্ত প্রশিক্ষণপ্রাপ্তদের কাজ দেওয়ার দাবিতে স্মারকলিপি জমা দিল তারা।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
relief

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: পর্যাপ্ত প্রশিক্ষণ থাকা সত্ত্বেও তারা কাজ পায় না। অথচ কেবল প্রাথমিক প্রশিক্ষণ রয়েছে এমন ব্যক্তিদের কাজ দেওয়া হচ্ছে। আর এই অভিযোগ তুলছে বিপর্যয় মোকাবিলার কাজে প্রশিক্ষণপ্রাপ্তরা। 

এদিন শুক্রবার ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লক থেকে বিপর্যয় মোকাবিলার কাজে প্রশিক্ষণপ্রাপ্তরা মাসে ২৮ দিন কাজের দাবিতে জেলা শাসকের কাছে স্মারক লিপি জমা দিল। এদিন ওই প্রশিক্ষণপ্রাপ্তরা সাংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দিয়ে জানিয়েছে যে ২০১৯ সাল থেকে তারা এই দাবি করে আসছে। কিন্তু তাদের বারবার আশ্বাস দেওয়া হলেও আজও তাদের ২৮ দিন কাজ দেওয়া হচ্ছে না। তারা এবার কাজ না পেলে জেলা শাসকের দপ্তরের সামনে অনশনে বসার হুমকি দিয়েছে। 

বিপর্যয় মোকাবিলার কাজে যুক্তরা এদিন অভিযোগ করেছে যে ন্যুন্যতম প্রশিক্ষণ রয়েছে এমন ১১ জনকে  মাসে ২৮ দিন দৈনিক ৫৮০ টাকায় কাজ দিচ্ছে প্রশাসন। অথচ পুরো ২ বছর করোনা পরিস্থিতিতে তারা টানা মানুষকে পরিষেবা দিয়েছে। তারপর থেকে তাদের আর কাজ দেওয়া হচ্ছে না। কেবলমাত্র চরম মুহুর্তে কেউ ডুবে গেলে বা আগুন লাগলে সেই পরিস্থিতিতে ডাকা হয়। কিন্তু তারা সারা মাস ধরে কোন কাজ পায় না। এই পরিস্থিতিতে তারা ২০১৯ সাল থেকে আন্দোলন করছে। তাদের ব্লক ভিত্তিক কাজে লাগানো হোক, এমনই দাবি করেছে তারা।