/anm-bengali/media/media_files/Fn2MvdpvtuwFaBcwmIs9.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ এ যেন গোদের ওপরে বিষফোঁড়া। ভারী বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যের একাংশে। বন্যার সাথেই ডিভিসি থেকে ছাড়া হয়েছে জল। যার ফলে হুগলী, হাওড়াতেও বেড়েছে জলস্তর। সূত্র মারফত জানা গিয়েছে যে, হুগলীর খানাকুল থানার পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকায় ক্যাম্প করা হয়েছে বলেও জানা গিয়েছে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2021/08/amphan.jpg)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গত কয়েক দিনের টানা বৃষ্টি এবং ডিভিসির ছাড়ার ফলে কার্যত জলে ভাসছে হুগলি জেলা। এখন বৃষ্টি থামলেও খানাকুলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। গতকাল রাত পর্যন্তও বেড়েছে জলস্তর। পরিস্থিতি এমনই যে, খানাকুল থানার সামনে চলছে নৌকা।
/anm-bengali/media/post_attachments/3a9af165bb508ef69e52e4d39b2b3f98a2621b623744fc9a4a221789f53f2e82.jpg?im=FitAndFill=(540,360))
এছাড়াও, অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে ভাসছে বলাগড়ের জিরাট পঞ্চায়েতের চর খয়রামারি এলাকা। কালভার্ট ভেঙে গ্রামে ঢুকছে বন্যার জল। ৬০টি পরিবারকে ইতিমধ্যেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় প্রাথমিক স্কুলে বানানো হয়েছে ত্রাণ শিবির। বন্যার্তদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, ওই কালভার্টের জায়গায় নতুন কাঠের সেতু নির্মাণ করা হবে।
/anm-bengali/media/post_attachments/e49d62d958ba85724f20fb0f777b51d158933dced9cf1a6932f1a11c6ca6ab52.jpg)
প্রসঙ্গত, বন্যার ফলে চাষের জমি জলের তলায়। যার ফলে প্রভূত ক্ষতির মুুখে পড়েছেন চাষিরা। জল ঢুকতে শুরু করেছে বলাগড়ের শ্রীপুরের বাবুচর, সিজা কামালপুর পঞ্চায়েতের বানেশ্বরপুর, আশ্রমঘাট-সহ বেশ কয়েকটি এলাকাতেও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us