New Update
/anm-bengali/media/media_files/2025/11/05/whatsapp-image-2025-11-05-2025-11-05-18-21-42.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: এসআইআর সংক্রান্ত বিষয়ে মানুষককে সচেতন করতে সন্ধ্যা বেলায় পাড়ায় ক্যাম্প বসাল তৃণমূলের অঞ্চল সভাপতি। "আতঙ্কিত হবেন না, BLO রা যা ফর্ম দেবে ঠিক করে পূরন করবেন। আতঙ্কিত হবেন না"- বুধবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের অন্তগর্ত বাড় ঝিকুরিয়া বুথে এসআইআর নিয়ে ভোটারদের বিস্তারিত জানালেন অঞ্চল সভাপতি চন্দন বেরা। সঙ্গে ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হাসিরুদ্দিন খাঁন সহ অনান্যরা। সারাদিন অনেকেই বাড়িতে থাকেন না, দিন মজুর সবাই কাজে চলে যান। তাই সন্ধ্যায় বসে এসআইআর সংক্রান্ত ফর্ম ফিল আপ এবং নিয়মগুলি গুরুত্ব সহকারে শুনলেন এলাকাবাসী।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/05/whatsapp-image-2025-11-05-2025-11-05-18-21-59.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us