দুর্গাপুরে কলেজ প্রাঙ্গণ রঙে রঙিন! প্রি-দিওয়ালির আনন্দে মাতলেন পড়ুয়ারা

দুর্গাপুরে প্রি-দিওয়ালি অনুষ্ঠানে মেতে উঠলেন পড়ুয়ারা।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-10-17 at 2.46.06 PM

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুরের এসবি মোড় সংলগ্ন একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজে আজ প্রি-দিওয়ালির আনন্দ উৎসব। কলেজ প্রাঙ্গণ আজ যেন রঙের এক সমুদ্র, যেখানে পড়ুয়ারা মা কালীর ছবি থেকে শুরু করে দিওয়ালি সংক্রান্ত নানা ছবি এঁকেছেন রঙিন ফুল, আবির ও গ্লিটার ব্যবহার করে। প্রতিটি ছবিতে ফুটে উঠেছে উৎসবের আনন্দ ও সৃষ্টিশীলতা।

পড়ুয়া রাজশ্রী গোপ বলেন, “দিওয়ালির আগে আমরা নানা ছবি এঁকেছি। এরকম একটি সেলিব্রেশন সত্যিই অভাবনীয়। কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ।”

Diwali aa

কলেজের অধ্যক্ষ চন্দন বন্দ্যোপাধ্যায় জানান, “এই বছরই প্রথমবার এই ধরনের অনুষ্ঠান করা হলো। সাধারণত আমাদের ম্যানেজমেন্ট কলেজে এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না। তাই পড়ুয়াদের উৎসাহও ছিল চরম, অংশগ্রহণ সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত।”

প্রি-দিওয়ালির এই সেলিব্রেশনে ছিল প্রাণ, উদ্দীপনা আর বন্ধুত্বের ছোঁয়া। কলেজ প্রাঙ্গণ আজ যেন প্রাকৃতিক আলো-ছায়ার সঙ্গে মিলিয়ে এক জীবন্ত রঙের ক্যানভাসে পরিণত হয়েছে, যা সকলের চোখে আনন্দের আলো ছড়িয়েছে।

পড়ুয়াদের সৃজনশীলতা ও উৎসাহকে কেন্দ্র করে এই অনুষ্ঠান কলেজে উৎসবের নতুন মাত্রা যোগ করেছে।