/anm-bengali/media/media_files/2025/10/17/whatsapp-im-2025-10-17-15-56-48.jpeg)
নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুরের এসবি মোড় সংলগ্ন একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজে আজ প্রি-দিওয়ালির আনন্দ উৎসব। কলেজ প্রাঙ্গণ আজ যেন রঙের এক সমুদ্র, যেখানে পড়ুয়ারা মা কালীর ছবি থেকে শুরু করে দিওয়ালি সংক্রান্ত নানা ছবি এঁকেছেন রঙিন ফুল, আবির ও গ্লিটার ব্যবহার করে। প্রতিটি ছবিতে ফুটে উঠেছে উৎসবের আনন্দ ও সৃষ্টিশীলতা।
পড়ুয়া রাজশ্রী গোপ বলেন, “দিওয়ালির আগে আমরা নানা ছবি এঁকেছি। এরকম একটি সেলিব্রেশন সত্যিই অভাবনীয়। কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/17/diwali-aa-2025-10-17-13-42-41.png)
কলেজের অধ্যক্ষ চন্দন বন্দ্যোপাধ্যায় জানান, “এই বছরই প্রথমবার এই ধরনের অনুষ্ঠান করা হলো। সাধারণত আমাদের ম্যানেজমেন্ট কলেজে এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না। তাই পড়ুয়াদের উৎসাহও ছিল চরম, অংশগ্রহণ সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত।”
প্রি-দিওয়ালির এই সেলিব্রেশনে ছিল প্রাণ, উদ্দীপনা আর বন্ধুত্বের ছোঁয়া। কলেজ প্রাঙ্গণ আজ যেন প্রাকৃতিক আলো-ছায়ার সঙ্গে মিলিয়ে এক জীবন্ত রঙের ক্যানভাসে পরিণত হয়েছে, যা সকলের চোখে আনন্দের আলো ছড়িয়েছে।
পড়ুয়াদের সৃজনশীলতা ও উৎসাহকে কেন্দ্র করে এই অনুষ্ঠান কলেজে উৎসবের নতুন মাত্রা যোগ করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us