'রাম সারা জীবন মানুষের সেবায় উৎসর্গ করেছিলেন', স্মৃতি চারণায় মুখ্যমন্ত্রী

রাজনৈতিক জগতে বন্দর এলাকার নেতা হিসেবেই পরিচিত ছিলেন রাম পেয়ারে রাম। তাঁর মৃত্যুতে একটি অধ্যায়ের সমাপ্তি হল। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৭৮ বছর।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaa


নিজস্ব সংবাদদাতা : প্রাক্তন বিধায়ক-সিনিয়র টিএমসি নেতা রাম পেয়ারে রামের মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাত বারের বিধায়ক যেমন ছিলেন, তেমন দশ বারের কাউন্সিলরও ছিলেন রাম। সোমবার তার মরদেহ বিধানসভায় নিয়ে যাওয়ার কথা। তারপর কেওড়াতলা মহাশ্মশানে হবে শেষকৃত্য। প্রয়াত নেতার স্মৃতি চারণায় মুখ্যমন্ত্রী তার পোস্টে লিখেছেন, ''তৃণমূল কংগ্রেসের একজন প্রবীণ নেতা, এবং কেএমসির একজন সিনিয়র কাউন্সিলর এবং প্রাক্তন বিধায়ক রাম পেয়ারে রামের-এর মৃত্যুতে শোকাহত। রাম সারা জীবন মানুষের সেবায় উৎসর্গ করেছিলেন।তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি সমবেদনা। তার আত্মার শান্তি কামনা করি।''