৯.৫ কোটি ব্যয়ে প্রথমবার বিলাসবহুল ভলভো কিনল রাজ্য়

কোন রুটে চলবে এই বাসগুলি ?

author-image
Jaita Chowdhury
New Update
bus

নিজস্ব সংবাদদাতা: ছয়টি ঝাঁ চকচকে একেবারে নতুন মডেলের ভলভো বাস পথে নামাবে রাজ্য সরকার । এই প্রথম প্রায় সাড়ে নয় কোটি টাকা ব্যয় করে হাল মডেলের ৯৬০০ ভলভো বাস কিনল রাজ্য পরিবহণ নিগম । একাধিক দূরপাল্লার রুটে দ্রুত পরিষেবায় যুক্ত করা হবে এই ছয়টি বিলাসবহুল ভলভো বাস ।

bus

এতদিন পর্যন্ত একাধিক যাত্রীবহুল এবং জনপ্রিয় রুটে বেসরকারি পরিবহণ সংস্থাগুলি এই ধরনের সাম্প্রতিক মডেলের বিলাসবহুল ভলভো বাস চালিয়ে একচেটিয়া ব্যবসা করে আসছে । পিছিয়ে ছিল রাজ্য পরিবহণ বিভাগ । এবার রাজ্যের পরিবহণ ব্যবস্থায় যুক্ত হচ্ছে একেবারে সাম্প্রতিক মডেলের 9600 B8R 12.2M Euro VI সিটার কোচ বিলাসবহুল বাস । এর ফলে গণপরিবহণ ব্যবস্থা আরও বেশি মসৃণ ও উন্নত হবে ।