New Update
/anm-bengali/media/media_files/ZPTQYmUbNHgLdG9pBxxr.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাজু ঝা খুন মামলায় এবার সিটের নজরে হাজারিবাগ জেলের ফুটেজ। হাজারিবাগ জেলে বন্দি সুপারি কিলারই খুনি বলে মনে করছে সিট। আততায়ীর খোঁজে সিটের নজরে হাজারিবাগ জেলের ফুটেজ চেয়ে আদালতে আবেদন করে সিট। জেলে ঢোকা ও বেরোনোর ফুটেজ খতিয়ে দেখতে চাইছে সিট। ইতিমধ্যেই আদালত সিটকে সেই অনুমতি দিয়েছে। বর্তমানে জানা যাচ্ছে, জেলের ফুটেজ চেক করতে প্রস্তুতি চালাচ্ছে সিট।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us