New Update
/anm-bengali/media/media_files/HlpcKFZHNBhSdmoZdSe3.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বৃহস্পতিবার দুপুরের বৃষ্টিতে জল জমল শহরের বেশ কিছু জায়গায়। পরিস্থিতি পরিদর্শনে মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান। শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে মুখ খুললেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান।
বেলা ১টা নাগাদ মেদিনীপুরের পঞ্চুর চকে পৌঁছে পৌর প্রধান দাবি করেন যে নিকাশি নালার ওপরে স্ল্যাব বসিয়ে বহু ক্ষেত্রে দোকানপাট বসানোর জন্য সমস্যা হচ্ছে নিকাশি ব্যবস্থায়।
/anm-bengali/media/post_attachments/c302adf6fdd9963ea868302e9e1aefa4a7ce5c6b13853b7139b2cddebd9a7f03.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us