/anm-bengali/media/media_files/2024/10/30/WTOAhofQZ0LGBneQrZmT.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: হাওয়ার হালচাল বদলাচ্ছে রাজ্যে। দিনে রোদ, রাতে হালকা ঠান্ডা—সব মিলিয়ে শীতের আগমনী সুর শোনা যাচ্ছে। কিন্তু সেই আবহেই কালীপুজোর দিনে ফের বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও আগে জানানো হয়েছিল, কালীপুজো ও ভাইফোঁটায় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে শেষ মুহূর্তে পূর্বাভাসে বদল ঘটেছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গের তিন জেলায়—পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়—বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই তিন জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, দক্ষিণা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে বজ্রবিদ্যুৎ কার্যকলাপ হতে পারে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/27/6QrQ4WaIC2lL27k9EOft.webp)
দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট নিম্নচাপ সক্রিয় রয়েছে। আবহাওয়াবিদদের অনুমান, এটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। কর্নাটক ও কেরল উপকূলে এর প্রভাব পড়বে বলে জানানো হয়েছে। একইসঙ্গে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরেও নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল।
সব মিলিয়ে, কালীপুজো ও দীপাবলির উৎসবের আবহে আবহাওয়া কিছুটা খেল দেখালেও, বড় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উপকূলীয় জেলাগুলিতে ছিটেফোঁটা বৃষ্টি ও দমকা হাওয়ার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us