/anm-bengali/media/media_files/2025/11/01/whatsapp-image-2025-11-01-at-195647-2025-11-01-20-14-50.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার খড়গপুর ২ নং ব্লকের বাড়বাসী এলাকার ওপর দিয়ে দক্ষিণ পূর্ব রেলের রেল পথ গিয়েছে। আর দীর্ঘ ৩০ বছরের বেশী সময় ধরেই রেল লাইনের ওপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষের। এমনকি রোগীকেও অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে চ্যাংদোলা করে রেল লাইন পারাপার করাতে হয়ে।
এই ছবি আজকের নয় দীর্ঘ ৪০ বছর ধরেই চলে আসছে। এলাকাবাসীরা, গ্রাম পঞ্চায়েত থেকে একাধিক বার রেলকে মাস পিটিশান করা হয়েছে। রেলের লোক এসে এলাকা দেখেও গিয়েছে, তারপরেও আবার চুপ। এই ঘটনা বার বার ঘটেছে। রেললাইনের নীচে খালের জল শুকিয়ে গেলে মাস তিনেক যাতায়াত করা যায় খাল দিয়েই। কিন্তু বাকী সময় জল ভরা থাকে খালে। রেল লাইনের পাশেই রয়েছে বাচ্চাদের স্কুল। এই রেল লাইন পেরিয়েই স্থানীয় নার্সিং হোম, ব্লক অফিস, হাইস্কুল, গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যেতে হয় মানুষজনকে। প্রতিদিন অন্তত হাজারের বেশী মানুষের পারাপার এই রেল লাইনের ওপর দিয়েই। এলাকাবাসীরা দাবী তুলেছে দ্রুত এই এলাকায় আন্ডার পাস তৈরি করা হোক, বা রেলগেট তৈরি করা হোক। না হলে আগামীতে এই ব্যাস্ততম রেল লাইনে যে কোনো মুহুর্তে বড় দূর্ঘটনা ঘটতে পারে।
/anm-bengali/media/post_attachments/fba4687e-dfb.png)
এই বিষয়ে রেলকে বার বার যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে তারা কোনো উত্তর দিতে নারাজ। যদিও দক্ষিণ পূর্ব রেলের সিনিয়ার DCM নিশান্ত কুমার জানান, “আমরা এই বিষয় নিয়ে ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবো”। রেলের এই উদাসীনতায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us