রাস পূর্ণিমা উপলক্ষ্যে শহরজুড়ে কৃষ্ণ ভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা

কোথায় হল এই শোভাযাত্রা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-11-05 at 4.22.19 PM

নিজস্ব প্রতিনিধি, মালদা: রাস পূর্ণিমা উপলক্ষ্যে মালদা শহর জুড়ে কৃষ্ণ ভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা। বুধবার সকালে মালদা শহরের বি এস রোড চুরি পট্টি এলাকা থেকে শুরু হয় এই বর্ণনাঢ্যময় শোভাযাত্রা। শ্রী শ্রী ব্রজযুগল এবং শ্রী শ্রী রাধা কৃষ্ণ ঠাকুর বাড়ির সদস্যদের উদ্যোগে প্রতিবছর এই রাস উৎসব উদযাপন করা হয়। তারই অঙ্গ হিসাবে আজ মহিলা এবং পুরুষরা কেউ কৃষ্ণ সেজে কেউ রাধা সেজে আবার কেউ শ্রী চৈতন্যদেব সেজে এই বর্ণাঢ্যময় শোভাযাত্রায় অংশ নেন। জানা যায় শোভাযাত্রা শেষে রাত্রে ভোগ বিতরণ এবং আরো অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়েছে আগত প্রত্যেকের জন্য।

WhatsApp Image 2025-11-05 at 4.22.26 PM