/anm-bengali/media/media_files/jO2lzDe6hWsEt7GGePVr.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গে গত কয়েকবছর ধরেই চাকরি নিয়ে উত্তপ্ত গোটা রাজনৈতিক মহল। নিয়োগ দুর্নীতি নিয়ে কেলেঙ্কারিতে জড়িয়ে রয়েছে রাজ্য সরকার। এই কারণেই রাজ্যের চাকরিপ্রার্থী থেকে শুরু করে শ্রমিকরা চাকরির সন্ধানে অন্য রাজ্যে চলে যাচ্ছে। এরই মধ্যে আবার জানা গিয়েছে রাজ্যে বন্ধ হয়ে গিয়েছে জনপ্রিয় ব্রিটানিয়া বিস্কুট কারখানা। এবার বন্ধ হয়ে গিয়েছে তারাতলা ব্রিটানিয়া কোম্পানির কারখানা।
/anm-bengali/media/media_files/gwdPeAx22XQe5vGaOB63.jpg)
প্রসঙ্গত, লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই আবারও কাজ হারালেন রাজ্যের শত শত শ্রমিক।জানা গিয়েছে মে মাস থেকেই কারখানাটিতে উৎপাদন বন্ধ রয়েছে। এবার একেবারেই বন্ধ হয়ে গেল কারখানা। যার দরুন চাকরি হারালেন বহু শ্রমিক। তবে কারখানা বন্ধের সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।
গত কয়েক বছরে রাজ্যে নতুন করে কোনো শিল্পপতি বা কোম্পানি বিনিয়োগ করেনি বললেই চলে। এরই মধ্যে রাজ্যে একের পর এক কারখানা বন্ধ হওয়ায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিল্পনীতি নিয়ে প্রশ্ন উঠছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us