পঞ্চায়েত ব্রেকিংঃ ভোট পর্ব শেষ! ভাঙড়ে পৌঁছাল পঞ্জাব পুলিশের বাহিনী

ভোটের সময় পেরিয়ে যাওয়ার পর ভাঙড়ে পৌঁছাল পঞ্জাব পুলিশের বাহিনী।

author-image
Aniruddha Chakraborty
New Update
,ন্ম

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃঘড়ির কাঁটায় তখন পাঁচটা পেরিয়ে গিয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী ভোট শেষ। আর তখন ভাঙড়ে এসে পৌঁছালেন ভোট সামলানোর দায়িত্ব পাওয়া পঞ্জাব পুলিশের বাহিনী। আজ দুপুরে তাঁরা এসে পৌঁছেছেন কলকাতায়। ট্রেনে চেপে কলকাতা টার্মিনাল স্টেশনে এসেছেন দুপুর ১২ টার পরে। তারপর সেখান থেকে বাসে চেপে কাশীপুর থানায় আসেন। ততক্ষণে বিকেল পাঁচটা বেজে গিয়েছে। তারপরও অনেকটা সময় কাশীপুর থানাতেই বসিয়ে রাখা হয় তাঁদের। সন্ধ্যা সাতটা পর্যন্ত দেখা গেল পঞ্জাব পুলিশের অনেক কর্মী বাসেই বসে রয়েছেন। জানা যাচ্ছে, গত ৫ জুলাই পঞ্জাব পুলিশের দল রওনা দিয়েছিল বাংলার উদ্দেশে। কিন্তু ট্রেন দেরি হওয়ায় ভোটের দিন দুপুর ১২টা বেজে যায় তাঁদের কলকাতায় ঢুকতে ঢুকতে।

পঞ্জাব পুলিশের সাব ইন্সপেক্টর জানান, তাঁদের কয়েকজনকে ভোটের ডিউটিতে পাঠানো হয়েছে। বাকিদের যেভাবে  ডিউটি দেওয়া হবে, সেভাবে তাঁরা যাবেন। আপাতত তাঁরা পরবর্তী নির্দেশের অপেক্ষায় রয়েছেন। কয়েকজন  পুলিশকর্মীর মধ্যে অসন্তোষ দেখা যায়। পঞ্জাব পুলিশের এক কর্মী বলেন, 'রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। এখনও কিছু বন্দোবস্ত হয়নি। কোথায় যাব, কোথায় থাকব জানি না।'