বন্যার জলে ডুবে পুজোর মন্ডপ তৈরির কাঠামো

এখানে কি ঢাকে কাঠি পড়বে না?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-27 at 5.44.59 PM

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: ঘাটালে বন্যার জলে ডুবে রয়েছে পুজোর মন্ডপ তৈরির কাঠামো। পাশ দিয়ে চলছে ডিঙি। জল বাড়ছে তাতেই। দুশ্চিন্তায় পুজো কমিটিগুলি। বিগ বাজেটের পুজো কমিটিগুলি তাদের থিমের মন্ডপ কি করে তৈরি করবেন তা নিয়ে এবার দুশ্চিন্তায় পড়েছেন। 

ঘাটাল পৌরসভার চাউলি সর্বজনীন দুর্গোৎসব, রামচন্দ্রপুর সর্বজনীন দুর্গোৎসব, সুকচন্দ্রপুর সার্বজনীন দুর্গোৎসব, আড়গোড়া সর্বজনীন দুর্গোৎসব সহ বেশ কয়েকটি পুজো মন্ডপ এখন জলের তলায়। ঘাটাল পৌরসভার ১২টি ওয়ার্ড প্লাবিত হওয়ায় ওই ১২টি ওয়ার্ডে প্রায় ১৪ থেকে ১৫ টি পুজো কমিটি পড়েছেন দুশ্চিন্তায়। এখনও বাড়ছে জল। কবে জল কমবে আর কবেই বা মন্ডপ তৈরির কাজ শুরু করবেন তারা তা নিয়েই দুশ্চিন্তা হচ্ছে পুজো কমিটির উদ্যোক্তাদের।

WhatsApp Image 2025-08-27 at 6.01.06 PM