পুরুলিয়ায় মদ পাচার রুখলেন মহিলারা

মদের পাচার রুখে দিলেন গ্রামের মহিলারা।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-10-23 at 1.16.27 PM (2)

ppp

নিজস্ব সংবাদদাতা : সিনেমার কায়দায় গ্যাসের গাড়িতে করে দেশি মদ পাচারের চেষ্টা। আজ বৃহস্পতিবার সকালে সেই মদ পাচারের চেষ্টা রুখে দিলেন গ্রামের মহিলারা। এইদিন সকালেই ওই মদের গাড়ি আটকে সেখানে লুকিয়ে রাখা কয়েক'শ দেশি মদের বোতল নষ্ট করে দেওয়া হয়। এইদিন পুরুলিয়ার জয়পুর থানার শ্রীরামপুর গ্রামের এই ঘটনায়, ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই গ্রামে গ্রামে গ্যাস সরবরাহের আড়ালে গ্যাসের গাড়ির মাধ্যমেই মদ পাচার চালাচ্ছিল মদ মাফিয়ারা। স্থানীয় মহিলারা সচেতন হয়ে আজ সকালেই, মদ বোঝাই একটি গ্যাস গাড়ি আটক করে । এরপর গাড়ির মধ্যে থাকা মদের বোতল গুলি রাস্তায় নামিয়ে সেগুলি নষ্ট করে দেন তারা।

digbijay da add

গ্রামবাসিদের দাবি এলাকায় এই মদ বিক্রির কারনে গ্রামের যুব সমাজ ক্রমশ নেশায় ডুবে যাচ্ছে। প্রায় প্রতিদিন এই নেশাকে কেন্দ্র করে ঘরে ঘরে অশান্তির সৃষ্টি হচ্ছে। এই নিয়ে স্থানীয় থানায় একাধিক-বার এই মদের বিরুদ্ধে অভিযোগ জানানো হলেও তাতে কোনও কাজ হয়নি। আজ শুধু মদের গাড়ি আটকেই নয়, এর পাশাপাশি এলাকায় অবস্থিত মদের ভাটির বাইরেও মদ বিক্রির বিরুদ্ধে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। মদ বিক্রি বন্ধ করার জন্য হুঁশিয়ারিও দেওয়া হয়। এই ঘটনার অনেক পরে ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।