/anm-bengali/media/media_files/2025/08/31/whatsapp-image-2025-08-31-at-2025-08-31-19-03-41.jpeg)
SSS
নিজস্ব সংবাদদাতা - পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে নির্বাচিত হয়েছেন ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল চন্দ্র মন্ডল। কিন্তু তারপর থেকে তিনি এলাকায় আসেননি। কোনও কাজও করেননি। আজ রবিবার দুপুরে সেই জলিমান্দা এলাকায় যাত্রী প্রতিক্ষালয় উদ্ধোধন করতে গিয়ে এলাকাবাসীর কাছে নালিশ শুনতে হল ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীরকে। তাকে ঘিরে এলাকাবাসী জানান তাদের এলাকায় নির্বাচিত প্রতিনিধি তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল চন্দ্র মন্ডল তাদের এলাকায় কাজই করেননি। গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত একাধিক এলাকার রাস্তা খারাপ। কিন্তু কোনও কাজ করেননি বাদল চন্দ্র মন্ডল। বিধায়ককে বাইকে চাপিয়ে এলাকাগুলি ঘুরে দেখান এলাকাবাসী। তাদের দাবী দ্রুত রাস্তা সংস্কার ও ঢালাই করতে হবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/23/tmcdebra-2025-06-23-15-55-53.jpeg)
বিধায়ক জানান ''এই এলাকার বিষয়গুলি আমার নজরে কেউ আনেননি। আমি বিডিওকে জানালাম। ফোন করলাম। আপাতত যাতে আপাতত সংস্কার গুলি করা যায়। এবং পরবর্তীতে ঢালাই করার উদ্যোগ নেব।''
যদিও এই বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ সেই পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল চন্দ্র মন্ডল জানান, ''আমি ওই এলাকার নির্বাচিত প্রতিনিধি। আমার দায়িত্ব ওই এলাকার কাজ করার। যা পেয়েছি তাতে কাজ করেছি। আর্থিক সমস্যা রয়েছে। আশা করি টাকা এলে আগামীতেও কাজগুলি করবো।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us