মহিলাকে কার্যালয়ে ডেকে ধর্ষণ! তৃণমূলের সেই অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ আসতেই মিছিল করল দল

কোথায় হল এই মিছিল?

author-image
Anusmita Bhattacharya
New Update
promarch

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: চক্রান্ত করে তৃণমূলের অঞ্চল সভাপতির নামে ধর্ষণের মত জঘন্য অভিযোগ প্রচারের জন্য মকরামপুরে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল করল তৃণমূলের মহিলা শাখা। 

Rape

প্রসঙ্গত, গত ৯ মার্চ মকরামপুর অঞ্চল তৃণমূল পার্টি অফিসে এক মহিলাকে অঞ্চল সভাপতি লক্ষ্মী শিট ধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে বিজেপি ও একাধিক রাজনৈতিক দল। দাবি তোলা হয় অঞ্চল সভাপতিকে গ্রেফতারের। এই ঘটনা নিয়ে পাল্টা তৃণমূলের মহিলা শাখার প্রতিবাদ মিছিল বের হল মকরামপুর বাজারে। তৃণমূলের দাবি, বিজেপি চক্রান্ত করে অঞ্চল সভাপতির উপর আক্রমণ এবং হেনস্থার অভিযোগ করা পাশাপাশি ধর্ষণের মত জঘন্য অভিযোগের প্রচার করছে। তারই প্রতিবাদে মঙ্গলবার বিকেলে মকরামপুর বাজারে অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল মহিলা কংগ্রেসের প্রতিবাদ ও ধিক্কার মিছিল বের হল। উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট, নির্মাল্য চক্রবর্তী, ব্লক তৃণমূল নেত্রী সুপর্ণা জৈন সহ অন্যান্য নেতৃত্বরা।