/anm-bengali/media/media_files/2025/05/20/eotS5ucNLG0yYVOrzV7G.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বিদ্যালয়ে পঠন-পাঠনে সহায়তার জন্য আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করা হয়েছিল। ম্যানেজিং কমিটির দ্বারাই এই সমস্ত আংশিক সময়ের শিক্ষকদের নিয়োগ করা হত। পশ্চিম মেদিনীপুর জেলায় ৪ শতাধিক এমন শিক্ষক রয়েছেন বিদ্যালয়গুলিতে। কিন্তু তাদের কাজের কোনও নিশ্চয়তা নেই। ৬০ বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদান, সরকারি আওতার মধ্যে নিয়ে আসা, বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিতে মঙ্গলবার দুপুরে শহরে মিছিল করে জেলা বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) দফতরে বিক্ষোzভ দেখাc আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকারা। পার্ট-টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে তারা বিক্ষোভ দেখান। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি বাপ্পা বেজ, নন্দন মান্না, অতসী ঘোষ সহ অন্যান্যরা। তাদের দাবি, সরকারি ও আধা সরকারি উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকা হিসেবে কেউ ৫ বছর, কেউ ১০ বছর বা তার বেশি বিদ্যালয়গুলিতে শিক্ষাদান করে চলেছেন। অন্যান্য শিক্ষকদের মতোই পাঠদানের পাশাপাশি প্রশ্নপত্র তৈরি, খাতা দেখা, স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে তাদের ভূমিকা রয়েছে। বিদ্যালয়গুলির তহবিল থেকে ২ থেকে ৪ হাজার টাকা মাত্র বেতন দেওয়া হয় তাদের যা যাতায়াতের খরচে শেষ হয়ে যায়। ফলে বেতন বৃদ্ধিরও দাবি তুলছেন তারা। এর আগে একাধিকবার সরকারের কাছে স্থায়ীকরণের দাবি জানিয়ে এসেছিলেন। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। ফের এদিন জেলায় বিক্ষোভে সামিল হলেন তারা।
/anm-bengali/media/media_files/2025/05/20/3KVnVzbLts5yQDlvzHf6.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us