/anm-bengali/media/media_files/tarP6vWwEPDE7PAr0bsD.webp)
নিজস্ব সংবাদদাতা - এইমস কল্যাণী আজ তার ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ে পদার্পণ করল। আজ ৩০শে জুলাই, ২০২৫, দুপুর ৩,৩০ মিনিট থেকে এইমস্ কল্যাণী ক্যাম্পাসে প্রথম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই উল্লেখযোগ্য অনুষ্ঠানে ২০১৯ সালে ভর্তি হওয়া প্রথম এমবিবিএস ব্যাচের ছাত্রছাত্রীদের পাশাপাশি, পিডিসিসি স্কলারদের স্নাতক হিসেবে ঘোষণা করা হয়। এই সমাবর্তন অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানকে সম্মানিত করেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল ডঃ সি. ভি. আনন্দ বোস। অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী,শ্রী প্রতাপরাও যাদব, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া স্বাস্থ্য প্রতিমন্ত্রী, শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, এবং ভারতের বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের মাননীয় প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর। স্বাস্থ্য, প্রশাসন ও শিক্ষাক্ষেত্রের আরও অনেক বিশিষ্ট অতিথি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/h0rsKnQ3ZMNrpBCRyrnv.jpg)
মোট ৪৮ জন এমবিবিএস ছাত্রছাত্রী ও ৯ জন পিডিসিসি স্কলার সমাবর্তিত হয়। তাঁদের মধ্যে ডাঃ কলরব মুখার্জি ‘সেরা উত্তীর্ণ ছাত্র’ হিসেবে পদক লাভ করেন এবং আরও তিনজন কৃতি ছাত্রছাত্রীকে সম্মাননা পদক প্রদান করা হয়। এই সমাবর্তনে AIIMS কল্যাণীর যাত্রাপথে এক নতুন অধ্যায়ের সূচনা হল বুধবার, যা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ চিকিৎসা নেতৃবৃন্দ গড়ে তোলার প্রতিশ্রুতিকে দৃঢ়ভাবে প্রতিফলিত করে। এই অনুষ্ঠান শুধু স্নাতকদের জন্য নয়, বরং তাঁদের পরিবার, শিক্ষক,ও সমগ্র AIIMS কল্যাণী পরিবারের জন্য এক গর্বের ও স্মরণীয় মুহূর্ত সাক্ষী হয়ে থাকলো।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us