New Update
/anm-bengali/media/media_files/13uGj8mY17QQorRYRGPX.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আলু নিয়ে প্রতিনিয়ত দুশ্চিন্তা বাড়ছে কৃষকদের। এমনিতেই আলুর দাম তলানিতে, তার মধ্যে সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় ভিজেছে মাটি। কাদা মাটিতেই চলছে আলু খোলার কাজ।
এমনই ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার কৃষিপ্রধান এলাকা চন্দ্রকোনা ও গড়বেতায়। কৃষকদের দাবি এই বছর বিঘে পিছু আলু চাষ করতে খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। বর্তমানে এক বিঘা জমিতে আলু হচ্ছে ৩০ থেকে ৩৫ কুইন্টাল, যার বর্তমান বাজার মূল্য ২৬ থেকে ২৭ হাজার টাকা।
/anm-bengali/media/media_files/oRt5lVg4aP28oEqpedry.png)
তার উপরে এই বৃষ্টিতে আলু নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। অধিকাংশ চাষীদেরই মাঠে পড়ে রয়েছে আলু। সেই আলুকেই এখন তড়িঘড়ি মাঠ থেকে তুলতে ব্যস্ত কৃষকরা। কৃষকদের দাবি সরকার তাদের কথা ভাবুক না ভাবলে আগামী দিনে চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হবে কৃষকেরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us