বেহাল জল নিকাশী ব্যাবস্থা, ড্রেন টপকে আশেপাশে বাড়ির ভেতর ঢুকতে শুরু জল, অবরোধ

বেহাল জল নিকাশী ব্যাবস্থার ফলে ভোগান্তি।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
s

নিজস্ব প্রতিনিধি: বেহাল জল নিকাশী ব্যাবস্থার সমস্যার কারণে মানবাজার-পুরুলিয়া রাজ্য সড়কের গোপালনগর বাজারে পথ অবরোধ সহ বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা।

পথ অবরোধ করেন গোপালনগর বাজার এলাকার বাসিন্দারা, স্থানীয় বাসিন্দাদের দাবি গোপালনগর বাজার এলাকায় একটি কালভার্ট নির্মাণ হচ্ছে, ফলে রাস্তার পাশে থাকা ড্রেন বন্ধ হয়ে গিয়ে সেই ড্রেনে জল জমে দুর্গন্ধ ছড়াচ্ছিল এলাকায়, এদিন ভারী বর্ষন হওয়ায় বৃষ্টির জল ড্রেন টপকে আশেপাশে বাড়ির ভেতর ঢুকতে শুরু করে, তাই পথ অবরোধ করেন তারা।

পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ এবং মানবাজার এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পিডাব্লিউডি দপ্তরের আধিকারিক। তারা অবরোধকারীদের সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন এলাকার বাসিন্দারা।