New Update
/anm-bengali/media/media_files/3zpfk9oawk00f3F8KXCf.jpg)
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ মালদাঃ সুজাপুরের নয়মৌজা জুনিয়ার গার্লস হাই মাদ্রাসার বুথ নং ১১৫-র ঘটনা। বুথ থেকে বের করে তৃণমূল এজেন্টসহ তিন তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ।
আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাঁশ দিয়ে মারধর করার অভিযোগ। আহতদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। ঘটনাস্থলে পৌছলেন দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাওয়াজ আলি রায়হান।
/anm-bengali/media/post_attachments/2a13dbc83d8f47baeefb541df0540830373d5fddc083e0296cf05af1462cc656.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us