/anm-bengali/media/media_files/nDEMCTPYfWm3OC3h3aXg.jpg)
হরি ঘোষ, জামুড়িয়া: হিজলগোড়া গ্রাম পঞ্চায়েতের বারুল গ্রামে বিজেপি (BJP) প্রার্থী প্রিয়া মন্ডল-এর মনোনয়ন তুলে নেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হল। পুলিশের বিরুদ্ধে প্রার্থী ও তার পরিবারকে ভয় দেখানো এবং তৃণমূল আশ্রিত গুন্ডারা জোর জবরদস্তি করে তাদের প্রার্থীকে মনোনয়নপত্র তুলতে বাধ্য করার অভিযোগ বিজেপির জেলা নেতৃত্বের। অপরদিকে বিজেপি জেলা নেতৃত্বের বক্তব্যের বিপরীতে গিয়ে স্বেচ্ছায় মনোনয়নপত্র তুলে নেওয়ার কথা জানালেন বিজেপি মনোনীত প্রার্থী প্রিয়া মন্ডল।
আজ মনোনয়নপত্র তুলে নেওয়ার শেষ দিনে বিজেপির আসানসোল জেলা সভাপতি দিলীপ দে, জেলা সম্পাদিকা কাকলি ঘোষ, সহ অন্যান্য নেতৃত্ব জামুড়িয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশের সঙ্গে তারা বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। আসানসোল জেলা সভাপতি দিলীপ দে, জেলা সম্পাদিকা কাকলি ঘোষ, বিজেপি নেতা বাপ্পা চ্যাটার্জি একযোগে অভিযোগ করেন যে হিজলগড়া গ্রাম পঞ্চায়েতের ১৬০ নম্বর সংসদের বিজেপি মনোনীত প্রার্থী প্রিয়া মন্ডলের বাড়িতে গতকাল গভীর রাতে চুরুলিয়া আইসি গিয়ে তাদের প্রার্থী ও পরিবারকে হুমকি দিয়ে এসেছেন। আজ সকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের প্রার্থীকে বলপূর্বক ব্লক অফিসে নিয়ে এসে মনোনয়নপত্র তুলে নিতে বাধ্য করেছেন। তারা পুলিশের এই ভূমিকার জন্য আইনি পদক্ষেপ নেওয়ারও দাবি জানান।
অপরদিকে বিজেপি প্রার্থী প্রিয়া মন্ডল বিজেপি নেতৃত্বে সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান তার সাত মাসের ছোট্ট শিশু রয়েছে। তাছাড়াও তিনি টিউশন পড়ান। তিনি আবেগাপ্লুত হয়ে বিজেপির মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বর্তমানে তিনি রাজনীতির মধ্যে থাকতে চান না। তিনি আরো জানান, তার বাড়িতে কোনও পুলিশ আসেনি। তৃণমূলের পক্ষ থেকেও কোনও হুমকি দেওয়া হয়নি। তিনি নিজের অসুবিধার কথা ভেবে মনোনয়ন তুলে নিয়েছেন।
এই বিষয় নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন জামুড়িয়া দু'নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা। তিনি জানান, প্রার্থী নিজের মুখেই স্বীকার করছেন তার ওপর কোনও চাপ সৃষ্টি করা হয়নি তাহলে এটা থেকে প্রমাণিত হয় যে মানুষকে বিভ্রান্ত করার জন্য ও সরকারকে বদনাম করার জন্য বিজেপি গোটা পশ্চিমবাংলা জুড়ে মিথ্যাচার করছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us