/anm-bengali/media/media_files/2025/11/20/screenshot-2025-11-20-0-pm-2025-11-20-21-52-08.png)
নিজস্ব সংবাদদাতা: রাজ্যে চলমান SIR (Special Summary Revision/ বা বিশেষ ভোটার তালিকা পুনর্মূল্যায়ন) ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির পর রাজনৈতিক তাপমাত্রা বেড়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ও বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
তিনি অভিযোগ করেন, “মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই SIR-এর বিরোধিতা করছেন। তাঁর পুরো দলই তা করছে। এমন তীব্র বিরোধিতা অন্য কোনও রাজ্যে দেখা যায়নি।”
মজুমদার দাবি করেন, SIR শুরু হতেই রাজ্যের বিভিন্ন এলাকায় সমস্যা তৈরি হয়েছে। তাঁর কথায়, “বসিরহাটে ৩০০ মানুষ নিজেরাই বলছেন তারা বাংলাদেশি। মমতা বন্দ্যোপাধ্যায় আগে বাংলার গরিমার কথা বলতেন, আজ আমি জানতে চাই— যারা ফিরে যাচ্ছেন তারা বাঙালি না বাংলাদেশি? তাঁর যন্ত্রণা কি শুধুই বাংলাদেশিদের জন্য, নাকি ভারতের প্রকৃত নাগরিকদের জন্যও?”
/anm-bengali/media/post_attachments/33f01d16-15a.png)
তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে SIR স্থগিত রাখতে বলেছেন, কিন্তু এটি পুরোপুরি কমিশনের এখতিয়ার।
মজুমদারের মন্তব্য, “যদি SIR প্রক্রিয়া আরও সম্প্রসারিত হয়, তাহলে নির্ধারিত সময়ে নির্বাচন হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে এবং ক্ষমতা চলে যাবে রাজ্যপালের হাতে। যদি SIR-এর কারণে রাষ্ট্রপতি শাসনের মধ্যে থেকে নির্বাচন হয়, তাহলে বিজেপির কোনও আপত্তি নেই।”
এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে।
#WATCH | On West Bengal CM Mamata Banerjee's letter to CEC Gyanesh Kumar over SIR in the state, Union Minister Sukanta Majumdar says, "Mamata Banerjee has been opposing SIR from the beginning itself. Her entire party is opposing it. A vigorous opposition like that being shown by… pic.twitter.com/z6wmkMqTTP
— ANI (@ANI) November 20, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us