কালীপুজো উদ্ধোধনে পুলিশ সুপার

কোথায় করলেন তিনি উদ্বোধন?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-20 at 5.28.00 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের তিলেশ্বরী পূর্ব জলচক  গ্রামবাসীবৃন্দের পরিচালনায়  সার্ব্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজার শুভ উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার। এদিন ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলন করে এই পুজোর উদ্ধোধন পুলিশ সুপার। সঙ্গে ছিলেন খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, ডেবরা এসডিপিও দেবাশীষ রায়, পিংলা থানার ওসি চিন্ময় প্রামানিক, জেলা পরিষদ সদস্য তনয়া দাস সহ অনান্যরা। পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, "আপনারা পুজো দেখুন, আনন্দ করুন, আমরা আপনাদের পাশে আছি"৷ এদিন তার কেশিয়াড়ী, খড়গপুর, মেদিনীপুর এলাকায়ও পুজোর উদ্ধোধনে যাওয়ার কথা রয়েছে।

WhatsApp Image 2025-10-20 at 5.27.59 PM