নতুন পোশাক! পুজোর আগে বন্যা দুর্গতদের পাশে পুলিশ

পুলিশের বিশেষ উদ্যোগ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-01 at 4.03.17 PM

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: এখনো ঘাটালের বেশকিছু এলাকা থেকে সম্পূর্ণরূপে কমেনি বন্যার জল। বন্যা দুর্গত মানুষদের পাশে জেলা পুলিশ। পুজোর আগে পুলিশ দিবসে বন্যা দুর্গত ঘাটালের মনসুকার চড়কতলায়, সুলতানপুরের একঢেলে মোড়সহ ইড়পালা এলাকায় প্রায় ১০ হাজার বন্যা দুর্গত মানুষদের নতুন পোশাক তুলে দেওয়া হল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ পক্ষ থেকে। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। পুজোর আগে পুলিশ দিবসে নতুন পোশাক পেয়ে খুশি ঘাটালের বন্যা দুর্গতরা। 

WhatsApp Image 2025-09-01 at 4.03.25 PM