/anm-bengali/media/media_files/2025/10/22/whatsapp-image-2025-10-22-at-183233-2025-10-22-21-05-12.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আজ বাঁকুড়া জেলার মেজিয়া ও গঙ্গাজলঘাটি থানার উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশেষ কমিউনিটি ইনিশিয়েটিভ প্রোগ্রাম, যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের পাশে দাঁড়ানোর এক অনন্য নজির স্থাপন করল জেলা পুলিশ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার পুলিশ সুপার আইপিএস শ্রী বৈভব তিওয়ারি এবং অন্যান্য সিনিয়র পুলিশ আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতে দিনভর নানা সামাজিক কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে শিশু ও প্রবীণ নাগরিকদের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা, দিব্যাঙ্গদের হাতে ট্রাইসাইকেল তুলে দেওয়া, এবং গঙ্গাজলঘাটি থানার অ্যাম্বুল্যান্স চালকদের পরিশ্রম ও নিষ্ঠার জন্য সম্মাননা প্রদান করা হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/22/whatsapp-image-2025-10-22-at-183231-2025-10-22-20-45-39.jpeg)
তবে অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল শ্রী মনোজ বাউরিকে সম্মাননা প্রদান। তিনি রানিগঞ্জ থানার অন্তর্গত গিরগাপাড়ার বাসিন্দা, প্রয়াত বুধন বাউরির পুত্র। এই বছর মেজিয়া সেতু থেকে এক মহিলা ও তাঁর সন্তান নদীতে ঝাঁপ দিলে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাঁদের উদ্ধার করেন মনোজ। তাঁর এই অসীম সাহস ও মানবিকতার জন্য পুলিশ প্রশাসনের তরফে তাঁকে বিশেষভাবে সংবর্ধিত ও প্রশংসিত করা হয় এদিন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us