বিপুল পরিমাণ বিস্ফোরক, রামপুরহাট থানার পুলিশের অভিযান

কোথা থেকে পাওয়া গেল এই বিস্ফোরক?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-29 at 4.26.54 PM

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: বীরভূমে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক। মঙ্গলবার গভীর রাতে রামপুরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জামকান্দর রায়পাড়া এলাকায় এক পরিত্যক্ত বাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৫৪ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট, ৩ বস্তা ভর্তি ৭৯০ পিস জিলেটিন স্টিক, একটি ব্যাগে ১৭০০টি ডিটোনেটর এবং ৪টি প্লাস্টিকের বস্তায় প্রায় ৩০০ মিটার করে লাল রঙের ইনসুলেটেড তারের ১৬টি রোল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। উদ্ধার হওয়া বিস্ফোরক কী উদ্দেশ্যে রাখা হয় এবং কারা সেখানে রেখেছিল, তা জানার চেষ্টা চলছে।

WhatsApp Image 2025-10-29 at 4.27.02 PM