নিজস্ব সংবাদদাতা: সিপিএম, কংগ্রেস, নওশাদ সিদ্দিকির পর এবার 'আমরা আক্রান্ত' সংগঠনের সদস্যদের ত্রাণ নিয়ে যেতে বাধা দিল পুলিশ। সোমবার জয়নগরের পুলিশ দলুয়াখাকি গ্রামে ত্রাণ নিয়ে যেতে বাধা দেয় 'আমরা আক্রান্ত' সংগঠনের সদস্যদের। সংগঠনের সদস্যদের দলুয়াখাকি গ্রামে প্রবেশের মুখে মনসাতলায় আটকে দেওয়া হয়। সিপিএমকে বার বার দলুয়াখাকি গ্রামে ত্রাণ নিয়ে যেতে বাধা দিচ্ছে পুলিশ। ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছে সিপিএম।