ACCIDENT: থানার সামনেই মৃত্যু পুলিশ কর্মীর

ডিউটি করে ফেরার পথে দুর্ঘটনার শিকার পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর থানার সামনে। পুলিশ কর্মীর বাইকের পিছনে ধাক্কা মারে একটি লরি। সঙ্গে-সঙ্গে তিনি ছিটকে পড়েন রাস্তায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

author-image
Aniruddha Chakraborty
New Update
bbv

ACCIDENT

নিজস্ব সংবাদদাতাঃ ডিউটি করে ফেরার পথে দুর্ঘটনার শিকার পুলিশ কর্মী। তাঁর বাইকের পিছনে ধাক্কা মারে একটি লরি। সঙ্গে-সঙ্গে তিনি ছিটকে পড়েন রাস্তায়। এরপর তাঁর শরীরের উপর দিয়ে চলে যায় লরিটি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, ওই পুলিশ কর্মীর নাম শিশির মণ্ডল। তিনি পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। শনিবার সকালবেলা বেহালা চৌরস্তা থেকে ডিউটি করে বাইকে চড়ে ঠাকুরপুকুর থানায় ফিরছিলেন। সেই সময়ই ঘটে মর্মান্তিক ঘটনা। ইতিমধ্যে লরিটিকে আটক করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। লরিটির চালক ও খালাসী পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।