সিরাপ পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ

পুলিশের এই তৎপরতায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-28 at 2.40.47 PM

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল জামবনি থানার পুলিশ। জাতীয় সড়কে চিচড়া নাকা পয়েন্ট থেকে একটি সুতলি বোঝাই লরি থেকে ৪৫০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় ৩ জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, লরিটি পশ্চিমবঙ্গের বসিরহাট থেকে ছেড়ে ওড়িশার সম্বলপুরের দিকে যাচ্ছিল। পুলিশের সন্দেহ হলে লরিটিকে থামিয়ে তল্লাশি চালানো হয় এবং তার মধ্যেই পাওয়া যায় কাফ সিরাপের বোতলগুলি। উদ্ধার হওয়া প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে সিরাপ ছিল, যা মূলত কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড জাতীয় মাদক উপাদানে ভরপুর। ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত কার্তিক জয়েশ, যার বাড়ি কলকাতার কাশীপুরে। অন্য দুই অভিযুক্ত হল মোহাম্মদ সাইফুল্লাহ ও জানু শিকদা, যাদের বাড়ি ওড়িশা রাজ্যে। পুলিশ সূত্রে আরও জানা গেছে যে এই চক্রটি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকাগুলিতে অবৈধভাবে এই সিরাপ পাচার করে আসছিল এবং তা বিভিন্ন জায়গায় বিক্রি করা হত। এই ঘটনার পর জামবনি থানার পুলিশ আরও অনুসন্ধান শুরু করেছে। পাচারচক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের খোঁজে তল্লাশি চলছে বলে জানানো হয়েছে। মাদক পাচার রোধে পুলিশের ভূমিকা প্রশংসিত হয়েছে।

Screenshot 2025-07-28 143336